Thursday, March 28, 2024
Homeরাজ্যরাজ্যে এবার নীল-সাদা স্কুল ইউনিফর্ম, পকেটে বিশ্ব-বাংলা লোগো, বিরোধিতায় বিজেপি

রাজ্যে এবার নীল-সাদা স্কুল ইউনিফর্ম, পকেটে বিশ্ব-বাংলা লোগো, বিরোধিতায় বিজেপি

স্টাফ রিপোর্টার : রাজ্যের সরকারি এবং সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলগুলোর পোশাকের রঙ নির্দিষ্ট করে দিল শিক্ষা দফতর। রবিবার নির্দেশিকা জারি করে জানান হয়েছে, সমস্ত সরকারি স্কুলগুলোতে একই রঙের পোশাক হবে। সেই পোশাকের রঙ হবে নেভি ব্লু ও সাদা। ছেলেদের জন্য প্রি-প্রাইমারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পোশাক হবে সাদা শার্ট এবং নেভি ব্লু প্যান্ট।

রাজ্যে এবার নীল-সাদা স্কুল ইউনিফর্ম, পকেটে বিশ্ব-বাংলা লোগো, বিরোধিতায় বিজেপি

মেয়েদের জন্য পোশাক হবে সাদা শার্ট ও নেভি ব্লু টিউনিক ফ্রক। এছাড়া সাদা বা নেভি ব্লু কামিজ। সালয়ার হলে সেটাও নেভি ব্লু বা সাদা রঙের হবে।পকেটে থাকবে বিশ্ব-বাংলা লোগো।এই নির্দেশিকার বিরোধিতা করেছে বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “এই সিদ্ধান্তকে রাজনৈতিক বলেই মনে করছি।

রাজ্যে এবার নীল-সাদা স্কুল ইউনিফর্ম, পকেটে বিশ্ব-বাংলা লোগো, বিরোধিতায় বিজেপি

আমি এবং আমরা দলের তরফে এই সিদ্ধান্তের বিরোধিতা করছি। বহু স্কুল রয়েছে যারা একশো বছরের বেশি। তাঁদের নিজস্ব পোশাকবিধি রয়েছে। যা একশো বছর ধরে চলছে। এটা একটা একনায়কতন্ত্র সিদ্ধান্ত। আগামিদিনে এটা ভাল হবে না। স্কুলের পরিচালন সমিতি রয়েছে। তারাই সিদ্ধান্ত নেবে পোশাকর রঙ কী হবে।”

Most Popular