Thursday, April 18, 2024
spot_img
Homeরাজ্যফুটব্রিজের উদ্বোধনে দিলীপ-জুন, উঠল জয় শ্রীরাম, জয় বাংলা স্লোগান

ফুটব্রিজের উদ্বোধনে দিলীপ-জুন, উঠল জয় শ্রীরাম, জয় বাংলা স্লোগান

স্টাফ রিপোর্টার : রেলের সরকারি অনুষ্ঠানে ‘জয় শ্রীরাম’ ও পাল্টা ‘জয় বাংলা’ ধ্বনিতে বিতর্কের সৃষ্টি হল। রবিবার মেদিনীপুরে ফুটব্রিজের উদ্বোধন হয় ঘটা করে। উদ্বোধনে এসেছিলেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এবং মেদিনীপুরের তৃণমূল বিধায়ক জুন মালিয়া৷এদিন যখন ফুট ওভারব্রিজের উদ্বোধন করেছিলেন জুন মালিয়া এবং দিলীপ ঘোষ৷

ফুটব্রিজের উদ্বোধনে দিলীপ-জুন, উঠল জয় শ্রীরাম, জয় বাংলা স্লোগান

সেসময় বিজেপি সমর্থকরা ‘জয় শ্রী রাম’ বলার সঙ্গে সঙ্গে তৃণমূল কর্মী-সমর্থকরা ‘জয় বাংলা’ স্লোগানে ভরিয়ে তোলেন অনুষ্ঠান। যদিও রেলের আধিকারিকরা দু’পক্ষকে কোনওভাবেই শান্ত করার চেষ্টা করেননি৷ তবে প্রশ্ন উঠছে, সরকারি অনুষ্ঠানে এসে এভাবে স্লোগান দিয়ে কেন বিতর্ক সৃষ্টি করলেন দুই দলের কর্মী-সমর্থকরা।

ফুটব্রিজের উদ্বোধনে দিলীপ-জুন, উঠল জয় শ্রীরাম, জয় বাংলা স্লোগান

যদিও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি কোনও পক্ষই।তবে স্লোগান পাল্টা স্লোগান হলেও বহুদিন পর এদিন মেদিনীপুরে দেখা গেল সৌজন্যের রাজনীতি। রেলের অনুষ্ঠানে একমঞ্চে একদিকে যেমন ছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, অন্যদিকে একই মঞ্চে আমন্ত্রিত ছিলেন তৃণমূল বিধায়ক জুন মালিয়া।

Most Popular