Friday, March 29, 2024
Homeজেলাবারুইপুরে প্রতিবন্ধী স্কুলে দোল উৎসব পালিত

বারুইপুরে প্রতিবন্ধী স্কুলে দোল উৎসব পালিত

প্রদীপকুমার সিংহ, বারুইপুর: দোল উৎসবের আরও দু’দিন বাকি। কিন্তু বারুইপুর থানার অন্তর্গত কল্যাণপুর মলয় চণ্ডীপুরের দিশা প্রতিবন্ধী স্কুলে বুধবার সকালে খুব ধুমধাম করে দোল উৎসব পালিত হয়। এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকালে প্রায় ১৭৫ জন প্রতিবন্ধী ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের নিয়ে প্রায় তিন কিলোমিটার রাস্তা পদব্রজে অতিক্রম করা হয়।

বারুইপুরে প্রতিবন্ধী স্কুলে দোল উৎসব পালিত

এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের উপাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, পঞ্চায়েত সমাতির সভাপতি কানন দাস, সহসভাপতি শ‍্যামসুন্দর চক্রবর্তী, পূর্ত দপ্তরের আধিকারিক ইউনিস খান, কল‍্যাণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রুকশানা বিবি, সমাজসেবক সুশান্ত মণ্ডল সহ অন‍্যান‍্য বিশিষ্টরা।

বারুইপুরে প্রতিবন্ধী স্কুলে দোল উৎসব পালিত

অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করেন জয়ন্ত ভদ্র। প্রতিবন্ধী খুদে ছাত্রছাত্রীরা নাচ, গান, আবৃত্তি করে দর্শকদের আনন্দ দেয়। বসন্ত উৎসব উপলক্ষে প্রত‍্যেক ছাত্রছাত্রীর অভিভাবকদের হাতে ১০ কেজি করে চাল দেওয়া হয়।

Most Popular