Saturday, April 20, 2024
spot_img
Homeবিদেশমিসাইলকাণ্ডের তদন্ত নিয়ে নয়া দাবিতে সরব ইসলামাবাদ

মিসাইলকাণ্ডের তদন্ত নিয়ে নয়া দাবিতে সরব ইসলামাবাদ

সংবাদ সংস্থা : পাকিস্তান আগেই জানিয়েছে যে, তাদের ভূখণ্ডের ১২৪ কিলোমিটার ভিতরে প্রবেশ করে আছড়ে পড়ে ভারতের মিসাইল। এদিকে, দিল্লি সেকথা স্বীকার করে নিয়ে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। পাশাপাশি ঘটনায় দুঃখ প্রকাশ করে ভারত জানিয়েছে যে ‘ভুলবশত’ ওই মিসাই রুটিন দেখভালের সময় পাকিস্তানের ভূখণ্ডে চলে যায়। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি। বিষয়টি নিয়ে একচুলও জমি ছাড়তে রাজি নয় পাকিস্তান। তাদের দাবি এই ইস্যুতে এবার যৌথ তদন্তের।

মিসাইলকাণ্ডের তদন্ত নিয়ে নয়া দাবিতে সরব ইসলামাবাদ

পাকিস্তানের তরফে বলা হয়েছে, ‘পরমাণু বিষয়ক পরিবেশে ‘ এমন ঘটনা নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। তারা জানতে চেয়েছে, এমন ‘দুর্ঘটনাবশত’ কোনও মিসাইলের উৎক্ষেপণ এড়াতে ভারত কী কী ব্যবস্থা নিয়েছে? এছাড়াও এই নির্দিষ্ট ঘটনার প্রেক্ষিতে ভারত কতটা এগিয়েছে পদক্ষেপের নিরিখে তাও জানতে চেয়েছে ইসলামাবাদ। গোটা ঘটনাকে ’প্রবল অযোগ্যতার’ আখ্যা দিয়ে ভারতকে বিদ্ধ করতে ছাড়েনি ইমরান প্রশাসন।

Most Popular