Saturday, April 20, 2024
spot_img
Homeরাজ্যতৃণমূলের মতো জোট গড়তে ব্যর্থ হয়েছে সপা, হার নিয়ে ব্যাখ্যা মায়াবতীর

তৃণমূলের মতো জোট গড়তে ব্যর্থ হয়েছে সপা, হার নিয়ে ব্যাখ্যা মায়াবতীর

সংবাদ সংস্থা : দলিত-মুসলিম ভোট একজোট হলে উত্তরপ্রদেশে বিজেপি দাঁড়াতে পারত না। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যেটা করে দেখিয়েছে, তা উত্তরপ্রদেশে হল না। এমনই দাবি বসপা নেত্রী মায়াবতীর। মায়াবতীর দাবি, “উচ্চবর্ণের হিন্দু এবং বহু অনগ্রসর শ্রেণির মানুষই মূলত বিএসপির সমর্থক। কিন্তু তাঁদের ভয় ছিল, সপা ক্ষমতায় ফিরলে রাজ্যে ফের জঙ্গলরাজ-গুন্ডারাজ ফিরে আসবে। তাই ওরা বিজেপিকে ভোট দিয়েছে।

তৃণমূলের মতো জোট গড়তে ব্যর্থ হয়েছে সপা, হার নিয়ে ব্যাখ্যা মায়াবতীর

” মায়াবতীর আরও বক্তব্য, “বিজেপিকে হারাতে মুসলিমরা সপা-কে বেছে নিয়েছিলেন। তাতে আমাদের ক্ষতি করেছে। বাংলায় তৃণমূল দলিত ও মুসলিম ভোটকে এক ছাতার তলায় আনতে পেরেছিল।”কিন্তু বসপা নেত্রীর এই ব্যাখ্যা মানতে নারাজ অনেকেই। শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত শুক্রবার বলেন,সংখ্যালঘু এবং দলিত ভোট কেটে যোগীকে ক্ষমতায় আসতে সাহায্য করেছে মায়াবতীর বিএসপি ও আসাদউদ্দিন ওয়াইসির ‘অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিন’।

তৃণমূলের মতো জোট গড়তে ব্যর্থ হয়েছে সপা, হার নিয়ে ব্যাখ্যা মায়াবতীর

তাই দুই নেতাকে ‘ভারতরত্ন’ ও ‘পদ্মবিভূষণ’-এর মতো খেতাব দিয়ে বিজেপি সম্মানিত করতে পারে বলেও কটাক্ষ করেছেন দলের মুখপাত্র সঞ্জয় রাউত।

Most Popular