Thursday, March 28, 2024
Homeরাজ্যবিধানসভায় 'জয় শ্রীরাম'-এর পাল্টা 'জয় বাংলা'

বিধানসভায় ‘জয় শ্রীরাম’-এর পাল্টা ‘জয় বাংলা’

স্টাফ রিপোর্টার : বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণের সময় গন্ডগোল করার অভিযোগ বিজেপি বিধায়ক মিহির গোষামী ও সুদীপ মুখোপাধ্যায়কে সাসপেন্ড করেন স্পিকার। এর প্রতিবাদে বুধবার বিধানসভায় ভাষণ রাখেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপরই বলতে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। অভিযোগ, মুখ্যমন্ত্রী বক্তৃতা শুরু করলেই বিক্ষোভ শুরু করেন বিজেপি বিধায়করা। ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন তাঁরা। বিধানসভায় তাঁর ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, “যারা সাধারণভাবে নিজেরে এলাকাতেই জিততে পারে না তারা আবার বড় বড় কথা বলে! আমরা চাই শান্তি। ওরা চায় অশান্তি।

বিধানসভায় 'জয় শ্রীরাম'-এর পাল্টা 'জয় বাংলা'

আমরা চাই শিল্প, ওরা চায় দুর্ভিক্ষ। ওদের বিশ্রাম নেওয়ার সময় এসেছে। কাজ করতে জানে না, কাজ করতে পারে না। সবুজ সাথী, শিক্ষাশ্রী সব করেছি আমরা। বাংলা দীর্ঘদিন পিছিয়ে ছিল। এখন উন্নয়নের শিখরে উঠেছে। যারা ভাষা জানে না, এনআরসি আন্দোলন করলে গুলি করে মারে, কোভিডে মারা গেলে গঙ্গায় ভাসিয়ে দেয় তারা আবার কথা বলে কী করে। বিজেপি বলেছিল অব কি বার ২০০ পার। এবার অব কি বার পগার পার হবে।” একই সঙ্গে “জয় বাংলা” স্লোগান দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “কৃষকরা আমাদের গর্ব। আমরা কৃষকদের উপর দিয়ে গাড়ি চালাই না। দেশকে ধ্বংস করেছে বিজেপি। আমরা চাই শিল্প, ওরা চায় দুর্ভিক্ষ। আমরা কেন্দ্রের থেকে কোনও সাহায্য পাইনি৷ দেশটার সর্বনাশ করে দিয়েছে। লজ্জা নেই। আমফানে টাকা দেয়নি।”

Most Popular