Friday, April 19, 2024
spot_img
Homeরাজ্যহোলির আগেই বাড়তে পারে সরকারী কর্মীদের বেতন, পেনশন

হোলির আগেই বাড়তে পারে সরকারী কর্মীদের বেতন, পেনশন

সংবাদ সংস্থা : সবকিছু ঠিকঠাক থাকলে হোলির আগেই কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা সংক্রান্ত বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আশা করা হচ্ছে, কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ৩ শতাংশ বৃদ্ধি হতে পারে। এই বৃদ্ধির পর কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা বেড়ে দাঁড়াবে ৩৪ শতাংশে। একইসঙ্গে পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফও ৩ শতাংশ হারে বেড়ে দাঁড়াতে পারে ৩৪ শতাংশে। ডিএ বৃদ্ধির পর কেন্দ্রীয় কর্মীদের বেতন বাড়বে।

হোলির আগেই বাড়তে পারে সরকারী কর্মীদের বেতন, পেনশন

একই সঙ্গে ডিআরের মাধ্যমে পেনশনভোগীদের পেনশনও বাড়বে।মহার্ঘ ভাতা এবং ডিয়ারনেস রিলিফ বছরে দু’বার বাড়ানো হয়। এই বৃদ্ধি অর্ধবার্ষিক ভিত্তিতে করা হয়। সরকারের এই সিদ্ধান্তের ফলে প্রায় ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৫ লক্ষেরও বেশি পেনশনভোগী উপকৃত হবেন।

Most Popular