Friday, April 19, 2024
spot_img
Homeরাজ্যপুনে মেট্রো রেলপথের উদ্বোধন করলেন মোদি

পুনে মেট্রো রেলপথের উদ্বোধন করলেন মোদি

সংবাদ সংস্থা : ১ হাজার ৪০০ কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত পুণে মেট্রো প্রকল্পের অধীনে তৈরি হওয়া রেলপথের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । মেট্রোর মোট দৈর্ঘ্য ৩২.২ কিলোমিটার হলেও প্রথম দফায় ১২ কিলোমিটার রেলপথের উদ্বোধন করলেন তিনি। এরই পাশাপাশি ছত্রপতি শিবাজি মহারাজের একটি মূর্তিরও আবরণ উন্মোচন করেন তিনি। এদিন উদ্বোধনের পরে নিজেও মেট্রোয় সফর করেন তিনি। সেখানে স্কুলের শিশুদের সঙ্গে হাস্যমুখে দেখা যায় তাঁকে।

পুনে মেট্রো রেলপথের উদ্বোধন করলেন মোদি

ভানাজ থেকে গারওয়ার স্টেশন পর্যন্ত প্রথম ট্রেনযাত্রার সঙ্গী হন মোদি। কেবল তাই নয়, প্রথম টিকিটটিও তিনিই কেটেছিলেন। পরে নিজের টুইটার অ্যাকাউন্টে নিজের ট্রেন সফরের ছবি শেয়ার করেন প্রধানমন্ত্রী। ২০১৬ সালের ২৪ ডিসেম্বর এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী। এদিন প্রকল্পের উদ্বোধন করার সময় তিনি বলেন, ”আপনারা আমায় সুযোগ করে দিয়েছেন এটি উৎসর্গ করার। সেই সঙ্গে একটা বার্তাও দেওয়া গিয়েছে যে, পরিকল্পনা সময়ানুযায়ীই সম্পূর্ণ করা যায়।”

Most Popular