Friday, April 19, 2024
spot_img
Homeরাজ্যআজ থেকে শুরু মাধ্যমিক, থাকছে একাধিক নির্দেশিকা

আজ থেকে শুরু মাধ্যমিক, থাকছে একাধিক নির্দেশিকা

স্টাফ রিপোর্টার : আজ থেকে শুরু হচ্ছে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা। করোনা আবহ কাটিয়ে ফের খাতায় কলমে পরীক্ষা দিতে চলেছে ছাত্র ছাত্রীরা।এদিন সকাল ১১টা ৪৫ থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষার্থীরা প্রশ্নপত্র পড়ার জন্য ১৫ মিনিট সময় পাবেন। ১২টা থেকে শুরু হবে উত্তর লেখা। পরীক্ষা চলবে বেলা ৩টে পর্যন্ত।এবার ১৪৩৫টি মূল পরীক্ষাকেন্দ্র বা সেন্টার থাকছে। এছাড়াও আরও সাব ভেন্যু থাকছে ২ হাজার ৭৫৯টি। সবমিলিয়ে মোট ৪ হাজার ১৫৪টি কেন্দ্রে এবার পরীক্ষা হবে। এবার মোট পরীক্ষার্থী ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। এর মধ্যে ৫ লক্ষ ৫৯ জন ছাত্র। ছাত্রী সংখ্যা ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন।

আজ থেকে শুরু মাধ্যমিক, থাকছে একাধিক নির্দেশিকা

ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা এবার অনেক বেশি।এদিকে আজ থেকে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন রাজ্যের বিভিন্ন জায়গায় ইন্টারনেট পরিষেবা পেতে সমস্যায় পড়তে পারেন সাধারণ জনগণ। এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। জানা গিয়েছে, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ও নকল রুখতেই এই কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। এদিকে প্রশ্নফাঁস রুখতে পরীক্ষার্থীদের শৌচালয়ে যাওয়া নিয়েও নির্দেশিকা জারি করেছে শিক্ষা দফতর। জানিয়ে দেওয়া হয়েছে, পরীক্ষা শুরুর প্রথম এক ঘণ্টা ১৫ মিনিট শৌচালয়ে যেতে পারবে না পরীক্ষার্থীরা। পর্ষদের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, করোনা সংক্রমণ রুখতে কোনও পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে অন্য কারোর জিনিস বিশেষ করে পেন, পেন্সিল ইরেজার, স্কেল এই সমস্ত ব্যবহার করতে পারবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। মাস্ক এবং স্যানিটাইজার বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে পরীক্ষার্থীদের।

Most Popular