Thursday, April 25, 2024
spot_img
Homeবিদেশভুয়ো খবর ছড়ালে ১৫ বছর পর্যন্ত জেল, নয়া আইন পাশ করল রাশিয়া

ভুয়ো খবর ছড়ালে ১৫ বছর পর্যন্ত জেল, নয়া আইন পাশ করল রাশিয়া

সংবাদ সংস্থা : যুদ্ধের আবহে ছড়িয়ে পড়ছে নানা ভুয়ো খবর। যাতে আতঙ্কিত হয়ে পড়ছেন সাধারণ মানুষ। আর এই অভ্যেসকে শক্ত হাতে রুখে দিতে এবার নয়া আইন পাশ করল রাশিয়া। জানিয়ে দেওয়া হল, রুশ সেনা নিয়ে ভুয়ো খবর ছড়ানোর চেষ্টা হলে ১৫ বছর পর্যন্ত জেল হেফাজত হতে পারে।ভুয়ো খবর আটকাতে একটি বিল পেশ করা হয়েছিল। যেখানে উল্লেখ করা হয়, রুশ সেনা নিয়ে জেনেশুনে ভুয়ো খবর ছড়ানোর চেষ্টা করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে।

ভুয়ো খবর ছড়ালে ১৫ বছর পর্যন্ত জেল, নয়া আইন পাশ করল রাশিয়া

অপরাধ কতখানি গুরুতর, তা বিবেচনা করে সাজা শোনানো হবে। এক্ষেত্রে ১৫ বছর পর্যন্ত জেল অথবা জরিমানা করা হবে। শুক্রবার এই বিলেই সই করে দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । তারপরই তা আইনে পরিণত হয়। পাশাপাশি আরও একটি বিলে সই করেন পুতিন। যেখানে বলা হয়েছে, রুশ সেনার ইউক্রেন আক্রমণের জেরে রাশিয়ার উপর পশ্চিমী দেশগুলির অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানো নিয়ে খবর ছড়ালে অভিযুক্তের তিন বছর পর্যন্ত জেল হতে পারে।

Most Popular