Friday, April 19, 2024
spot_img
Homeদেশপুতিনকে কি যুদ্ধ থামাতে বলব? প্রশ্ন দেশের প্রধান বিচারপতির

পুতিনকে কি যুদ্ধ থামাতে বলব? প্রশ্ন দেশের প্রধান বিচারপতির

সংবাদ সংস্থা : রুশ হামলায় তছনছ হয়ে যাওয়ায় ইউক্রেনে আটকে ভারতীয় পড়ুয়ারা। তাঁদের দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের হয়েছে। বৃহস্পতিবার সেই আরজির শুনানি চলাকালীন দেশের প্রধান বিচারপতির এন ভি রামানার প্রশ্ন, “আমি কি পুতিনকে যুদ্ধ থামাতে বলব?” সোশ্যাল মিডিয়ার একাধিক পোস্ট চোখে পড়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির।

পুতিনকে কি যুদ্ধ থামাতে বলব? প্রশ্ন দেশের প্রধান বিচারপতির

যেখানে দেশের প্রধান বিচারপতির উদ্দেশে প্রশ্ন ছুঁড়ছেন নেটিজেনরা। জানতে চাওয়া হয়েছে ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়াদের দ্রুত ফেরাতে কী ভূমিকা নিয়েছেন প্রধান বিচারপতি? সেই পোস্টগুলিতে প্রশ্ন করা হয়েছে, কেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কেন্দ্রকে কোনও নির্দেশ দিচ্ছেন না? এদিন শুনানি চলাকালীন সেই পোস্টের প্রসঙ্গ টেনে আনেন রামানা।

পুতিনকে কি যুদ্ধ থামাতে বলব? প্রশ্ন দেশের প্রধান বিচারপতির

নেটিজেনদের উদ্দেশে তাঁর পালটা প্রশ্ন, “আমি কি পুতিনকে যুদ্ধ থামাতে বলব?” বিচারপতি এন ভি রামানা আরও বলেন, “ইউক্রেনে আটকে থাকা পড়ুয়াদের প্রতি সমবেদনা রয়েছে। কিন্তু আমরা কী করব? কেন্দ্রও তাঁদের ফিরিয়ে আনতে যথাসাধ্য চেষ্টা করছে।”

Most Popular