Tuesday, April 16, 2024
spot_img
Homeজেলাঅভিষেকের গড় ডায়মন্ড হারবারে ১৬-তে ১৬ পেল তৃণমূল কংগ্রেস

অভিষেকের গড় ডায়মন্ড হারবারে ১৬-তে ১৬ পেল তৃণমূল কংগ্রেস

হেদায়তুল্লা পুরকাইত, ডায়মন্ড হারবার: ডায়মন্ড হারবার পুরসভার ১৬টি ওয়ার্ডের সবক’টিতেই জয় পেল তৃণমূল কংগ্রেস। বিরোধীরা একটি আসনেও সুবিধা করতে পারেনি। এই বিপুল জয়ের জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুরবাসীদের ধন্যবাদ জানানো হয়েছে।ডায়মন্ড হারবার পুরসভার নির্বাচন নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষকদের নজর ছিল বেশি। কারণ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে।

অভিষেকের গড় ডায়মন্ড হারবারে ১৬-তে ১৬ পেল তৃণমূল কংগ্রেস

পুর নির্বাচনে রাজ্যের শাসকদল যেমন বিরোধীশূন্য করার লক্ষ্যে প্রচার শুরু করেছিল, তেমনই বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের লক্ষ্য ছিল তৃণমূল কংগ্রেসকে হারানোর। কিন্তু পুর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই প্রথম থেকে প্রচারে এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। বিজেপি বা বামেরা কিংবা কংগ্রেস সেভাবে চাপে ফেলতে পারেনি বিরোধীরা। বুধবার ভোট গণনা শেষে ডায়মন্ড হারবার পুরসভার ১৬টি ওয়ার্ড বিরোধীশূন্য করে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস।

অভিষেকের গড় ডায়মন্ড হারবারে ১৬-তে ১৬ পেল তৃণমূল কংগ্রেস

ডায়মন্ড হারবার পুরসভার ১৬টি ওয়ার্ডে তৃণমূল প্রার্থীরা কে কত ভোটে জিতলেন:

ওয়ার্ড নং- প্রার্থীর নাম- ব্যবধান
১/ দিবেন্দু হালদার – ১০৪৮
২/ মঞ্জু মণ্ডল – ২৭৫
৩/ শুভ্রা হালদার- ৮২৪
৪/রাজশ্রী দাস- ১২৯১
৫/ মৌমিতা দাস- ২৩১২
৬/ রূপালি ভট্টাচার্য- ৮২৮
৭/ ডাঃ তমাল হালদার- ৮৮৮
৮/ মৃদুলকুমার হালদার- ৮৯৯
৯/ স্বপন দাস- ১৭১১
১০/ মীরা হালদার- ১৫৯৩
১১/ অলক হালদার- ৭১০
১২/ প্রণব দাস- ১০৫৫
১৩/ অমিত সাহা- ১৭৯৯
১৪/ পূজা সাহা- ১০২৯
১৫/ পীযূষকান্তি বারিক- ২২২২
১৬/ দেবকী হালদার- ১৫২৯

Most Popular