Friday, March 29, 2024
Homeজেলাপারুলিয়া জয় ভারত ক্লাবের উদ্যোগে শুরু তিনদিনের সারা বাংলা ক্রিকেট টুর্নামেন্ট

পারুলিয়া জয় ভারত ক্লাবের উদ্যোগে শুরু তিনদিনের সারা বাংলা ক্রিকেট টুর্নামেন্ট

বিশ্ব সমাচার, ডায়মন্ড হারবার: প্রাকৃতিক বিপর্যয় কিংবা এলাকার কোনও মানুষ বিপদে পড়লে তাঁদের পাশে দাঁড়ান পারুলিয়া জয় ভারত ক্লাবের সদস্যরা। এছাড়া এলাকার মানুষকে আনন্দ দিতে প্রতি বছর ক্রিকেট সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এ বছরও পারুলিয়া জয় ভারত ক্লাবের উদ্যোগে মঙ্গলবার থেকে শুরু হল সারা বাংলা ক্রিকেট টুর্নামেন্টে। খেলা চলবে ৩ দিন।

পারুলিয়া জয় ভারত ক্লাবের উদ্যোগে শুরু তিনদিনের সারা বাংলা ক্রিকেট টুর্নামেন্ট

আমফান, বুলবুল, ইয়াস সহ গত কয়েকবছর ধরে করোনা ভাইরাসের দাপটে যখন এলাকার মানুষ গৃহবন্দি, সেই সময় এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন পারুলিয়া জয় ভারত ক্লাবের সদস্যরা। ক্লাবের সভাপতি ডাঃ ইয়ারনবি গায়েন জানান, শুরু থেকে বিভিন্ন সমাজসেবা মূলক কাজ করে যাচ্ছে তাদের ক্লাব। লকডাউনের জেরে বহু মানুষ কাজ হারিয়ে বাড়িতে বসেছিল।

পারুলিয়া জয় ভারত ক্লাবের উদ্যোগে শুরু তিনদিনের সারা বাংলা ক্রিকেট টুর্নামেন্ট

এলাকার কোনও মানুষ যাতে অভুক্ত না থাকে, তার জন্য চাল, ডাল, খাদ্যসামগ্রী সহ নানা জিনিস পত্র তুলে দেওয়া হয়েছে এলাকার গরিব ও দুঃস্থ পরিবারের হাতে। সেই সঙ্গে প্রতি বছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এ বছর ৩৭ তম সারা বাংলা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

পারুলিয়া জয় ভারত ক্লাবের উদ্যোগে শুরু তিনদিনের সারা বাংলা ক্রিকেট টুর্নামেন্ট

তিন দিনের এই খেলায় আটটি দল অংশ নিয়েছে। সেই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।এদিন সারা বাংলা ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার, ডায়মন্ড হারবার ১ নং ব্লক সভাপতি গৌতম অধিকারী সহ এলাকার বিশিষ্টরা।

Most Popular