Saturday, April 20, 2024
spot_img
Homeজেলাপ্রাপ্যের মোটা অঙ্কের টাকা বাদ দিয়েই চালু হতে পারে পুর পেনশন

প্রাপ্যের মোটা অঙ্কের টাকা বাদ দিয়েই চালু হতে পারে পুর পেনশন

স্টাফ রিপোর্টার: কলকাতা পুরসভার পেনশন জট এখনও খোলেনি। গত বছরের সেপ্টেম্বরের পর থেকে অবসর নেওয়া অধিকাংশ পুরকর্মী পেনশনের টাকা এখনও হাতে পাননি বলে অভিযোগ। পুরসভা সূত্রের খবর, আগামী মাস থেকে ‘কমিউটেশন ভ্যালু’ বাবদ মোটা অঙ্কের টাকা বাদ দিয়ে পেনশন চালু করার চিন্তাভাবনা করছে পুরসভা। সে ক্ষেত্রে অবসরকালীন প্রাপ্যের একটি বড় অংশ (গ্র্যাচুইটি, কমিউটেশন) আপাতত আটকে রেখেই পেনশন চালু করা হতে পারে।

প্রাপ্যের মোটা অঙ্কের টাকা বাদ দিয়েই চালু হতে পারে পুর পেনশন

আর্থিক দুরবস্থার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। এক শীর্ষ পুর আধিকারিকের কথায়, ‘‘আমরা গত এক মাসে রাজ্যের কাছ থেকে পেনশন সেলের জন্য ২৫ কোটি টাকা পেয়েছি। কিন্তু ওই টাকার পুরোটাই প্রাপ্য মেটাতে খরচ হয়ে গিয়েছে। এখনও অনেকের পেনশন বকেয়া। টাকা এলে আগামী মাস থেকেই দেওয়া হবে।’’

Most Popular