Friday, April 19, 2024
spot_img
Homeদেশআনিস মৃত্যুর প্রতিবাদে রণক্ষেত্র হাওড়া

আনিস মৃত্যুর প্রতিবাদে রণক্ষেত্র হাওড়া

স্টাফ রিপোর্টার: আনিস মৃত্যুর প্রতিবাদকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার পাঁচলা৷ আনিস মৃত্যুতে অভিযুক্তদের গ্রেফতারি ও শাস্তির প্রতিবাদে শনিবার হাওড়া গ্রামীণের পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের ডাক দেয় বাম ছাত্র যুবরা৷ হাওড়ার পাঁচলায় এসপি অফিসের কাছে আসতেই মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ৷ পুলিশের ব্যারিকেড ঠেলে এগোনের চেষ্টা করেন বিক্ষোভকারীরা৷ বাধা পেতেই শুরু পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয়৷

আনিস মৃত্যুর প্রতিবাদে রণক্ষেত্র হাওড়া

মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট, কাচের বোতল ছোড়া হয় বলে অভিযোগ৷ পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভেঙে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ৷ পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ শুরু হয় বিক্ষোভকারীদের৷বিক্ষোভ সামাল দিতে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ৷ কাঁদানে গ্যাসের শেল পাঠিয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে পুলিশ৷ পুলিশের লাঠিচার্জে যেমন বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন, একই ভাবে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে কয়েকজন পুলিশ কর্মীও আহত হয়েছে বলে জানা গিয়েছে৷বাম ছাত্র যুব নেতৃত্বের অবশ্য দাবি, মিছিল থেকে কেউ ইট ছোড়েনি৷ বরং পুলিশ বিনা প্ররোচনায় লাঠি চার্জ করেছে বলে অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা৷যদিও পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার জেরে দীর্ঘক্ষণ বন্ধ হয়ে থাকে ৬ নম্বর জাতীয় সড়ক৷

Most Popular