Wednesday, April 24, 2024
spot_img
Homeরাজ্যগ্রুপ সি-র তদন্তভার গেল অনুসন্ধান কমিটির হাতে

গ্রুপ সি-র তদন্তভার গেল অনুসন্ধান কমিটির হাতে

স্টাফ রিপোর্টার: গ্রুপ সি মামলায় এবার তদন্ত কমিটি করে দিল হাইকোর্ট৷গ্রুপ সি দুর্নীতি মামলায় বিচারপতি আর কে বাগের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করল বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। এই কমিটিই গ্রুপ ডি মামলার তদন্ত করেছিল। তিন মাসের মধ্যে রিপোর্ট দিতে হবে। আদালতের পর্যবেক্ষণ, “কেউ আইনের উর্দ্ধে নয়।

গ্রুপ সি-র তদন্তভার গেল অনুসন্ধান কমিটির হাতে

যে আইন ভাঙবে তাকে শাস্তি পেতে হবে বৃহত্তর স্বার্থে।” কমিশনের বক্তব্য, তারা কোন রেকমেন্ড করেনি, তবু আদালত মনে করছে এর অনুসন্ধান হওয়া উচিত। আদালতের পর্যবেক্ষণ, এই নিয়োগের ক্ষেত্রে কোথাও একটা দুর্নীতি হয়েছে ঠিকই। সেক্ষেত্রে তদন্ত কমিটি গড়ে তদন্তের প্রয়োজন। আদালতের প্রথম পছন্দ স্বাধীন সংস্থা।

গ্রুপ সি-র তদন্তভার গেল অনুসন্ধান কমিটির হাতে

আদালত এমন কাউকে কমিটির প্রধান করছে, যিনি রাজ্যের সঙ্গে কোন কাজে যুক্ত নন। স্থগিতাদেশ থাকছে সিবিআই তদন্তের উপর। আর কে বাগের নেতৃত্বে স্পেশাল ইনভেস্টিগেটিভ কমিটি গঠন করা হয়েছে। আর কে বাগ পাবেন এক লক্ষ টাকা বেতন।”

Most Popular