Friday, March 29, 2024
Homeদেশইউক্রেন যুদ্ধে সেনসেক্স পড়ল ২৭০০ পয়েন্ট

ইউক্রেন যুদ্ধে সেনসেক্স পড়ল ২৭০০ পয়েন্ট

সংবাদ সংস্থা : রাশিয়া এবং ইউক্রেনের ‘যুদ্ধের’ জেরে বৃহস্পতিবার ধস নামল ভারতের শেয়ার বাজারে। পড়ল সেনসেক্স এবং নিফটি। পতনের সাক্ষী থাকল ৩,০৮৪ টি সংস্থার শেয়ার। মাত্র ২৪০ টি সংস্থার শেয়ার উঠেছে। ৬৯ টি শেয়ারের কোনও হেরফের হয়নি।বুধবার বাজার বন্ধের সময় বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) সেনসেক্স ছিল ৫৭,২৩২.০৬ পয়েন্টে।

ইউক্রেন যুদ্ধে সেনসেক্স পড়ল ২৭০০ পয়েন্ট

বৃহস্পতিবার বাজার খোলার ঠিক আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পরই ধাক্কা খায় সেনসেক্স। একটা সময় সেনসেক্স ৫৪,৩৮৩.২ পয়েন্টেও নেমে গিয়েছিল। সেখান থেকে কিছুটা ঘুরে দাঁড়িয়ে বাজার বন্ধের সময় সেনসেক্স ৫৪,৫২৯.৯১ পয়েন্টে ঠেকেছে। অর্থাত্‍ বৃহস্পতিবার ২,৭০২.১৫ পয়েন্ট (৪.৭২ শতাংশ) খুইয়েছে সেনসেক্স।

ইউক্রেন যুদ্ধে সেনসেক্স পড়ল ২৭০০ পয়েন্ট

একই অবস্থা হয়েছে নিফটির। বৃহস্পতিবার নিফটির ৪.৭৮ শতাংশ বা ৮১৫.৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬.২৪৭.৯৫। যা বুধবার বাজার বন্ধের সময় ১৭,০০০ পয়েন্টের উপর ছিল। সেখান থেকে বৃহস্পতিবার তো ১৬,২০৩.২৫ পয়েন্টেও নেমে গিয়েছিল নিফটি।

Most Popular