Thursday, April 25, 2024
spot_img
Homeরাজ্যপুলিশি নজরদারিতেই পুরভোট চাইছে রাজ্য সরকার

পুলিশি নজরদারিতেই পুরভোট চাইছে রাজ্য সরকার

স্টাফ রিপোর্টার: চার পুরনিগমের ভোটে অশান্তির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছে বিরোধী দল বিজেপি। এই আবহে তাদের তাদের দাবি যাতে আসন্ন ১০৮ পুরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। কলকাতা হাই কোর্ট এই বিষয়ে রাজ্য সরকার ও কমিশনকে হলফনামা জমা দিয়ে নিজেদের ভাবনাচিন্তার কথা জানাতে বলেছে। জবাবে নবান্নের তরফে কমিশনকে জানানো হয়েছে, রাজ্য চায় পুলিশের অধীনেই পুরভোট হোক।

পুলিশি নজরদারিতেই পুরভোট চাইছে রাজ্য সরকার

রাজ্য সরকারের বক্তব্য, আগের পুরভোটগুলিতে রাজ্য পুলিশ ভালো কাজ করেছে। কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও পুলিশের অধীনে শান্তিপূর্ণ ভাবে ভোট অনুষ্টিত হয়েছে। এই আবহে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর কোনও প্রয়োজনীয়তা চোখে পড়ছে না রাজ্যের। তাই ১০৮ পুরসভাতে রাজ্য পুলিশ মোতায়েন করেই ভোট করাতে চাইছে রাজ্য সরকার।এই পরিস্থিতিতে হলফনামায় রাজ্য ও কমিশনকে তাদের এই ইচ্ছের কথা জানাতে হবে উচ্চ আদালতকে। জবাবে আদালত কী নির্দেশ দেয়, তার দিকে নজর থাকবে সবার।

Most Popular