Wednesday, April 24, 2024
spot_img
Homeরাজ্যবাকি পুরসভার ভোট গণনা ২ মার্চ, জানাল কমিশন

বাকি পুরসভার ভোট গণনা ২ মার্চ, জানাল কমিশন

স্টাফ রিপোর্টার: ২ মার্চ ১০৮ টি পুরসভার ভোটগণনা। বিজ্ঞপ্তিতে জানাল রাজ্য নির্বাচন কমিশন।তবে নির্বাচন সূত্রে জানা গিয়েছে, ১০৮টি পুরসভার ভোটগ্রহণ রাজ্যের একটা বৃহৎ অংশ জুড়ে হবে। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসতে পারে। তাই রাতারাতি স্ক্রুটিনি করা সম্ভব নয়। স্ক্রুটিনি করতে অন্তত একদিন সময় লাগবে।

বাকি পুরসভার ভোট গণনা ২ মার্চ, জানাল কমিশন

তাই হাতে স্ক্রুটিনি ছাড়াও পুনর্নির্বাচনের জন্য অতিরিক্ত একদিন রাখা হয়েছে।এদিকে, ১০৮ পুরসভায় কেন্দ্রীয় বাহিনী দেওয়া যায় কিনা, জানাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিজেপির দায়ের করা মামলায় নির্দেশ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের।

বাকি পুরসভার ভোট গণনা ২ মার্চ, জানাল কমিশন

একই সঙ্গে দুয়ারে সরকার, পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্প ওই পুরএলাকায় বন্ধ রাখা যায় কিনা, তাও জানাতে হবে রাজ্যকে। আগামী সোমবার এই মামলার শুনানি। তার মধ্যে রাজ্য নির্বাচন কমিশনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

Most Popular