Thursday, April 25, 2024
spot_img
Homeদেশ১২-১৮ বয়সীদের জন্য কর্বেভ্যাক্স টিকার সুপারিশ সরকারি কমিটির

১২-১৮ বয়সীদের জন্য কর্বেভ্যাক্স টিকার সুপারিশ সরকারি কমিটির

সংবাদ সংস্থা : ১২ থেকে ১৮ বছর বয়সিদের জন্য করোনার ভ্যাকসিন করবিভ্যাক্স ব্যবহার করা যেতে পারে। এই পরামর্শ দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার বিশেষজ্ঞ কমিটি। এবার ডিসিজিআই এর চূড়ান্ত অনুমোদন পেলেই হায়দরাবাদের ওষুধ নির্মাতা সংস্থা বায়োলজিক্যাল ই-র তৈরি এই ভ্যাকসিন ব্যবহার করা যাবে। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, এই ভ্যাকসিনের দাম পড়বে আনুমানিক ১৪৫ টাকা।

১২-১৮ বয়সীদের জন্য কর্বেভ্যাক্স টিকার সুপারিশ সরকারি কমিটির

দু’টি ডোজের এই ভ্যাকসিন তৈরি হয়েছে ১২ থেকে ১৮ বছর বয়সিদের জন্য। কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত ১৫ বছরের কমবয়সিদের টিকাকরণের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। গত ২০ জানুয়ারি করোনাভাইরাস মোকাবিলা সংক্রান্ত গোষ্ঠীর চেয়ারপার্সন চিকিৎসক এন কে অরোরা জানিয়েছিলেন, এ বছরের মার্চে ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকাকরণ শুরু হবে। সেই ঘোষণা অনুযায়ী এবার হয়তো কিশোর-কিশোরীদের করোনার টিকা দেওয়া শুরু হতে চলেছে।

Most Popular