Saturday, April 20, 2024
spot_img
HomeUncategorizedচার-ছক্কার ফুলঝুরি হতে পারে ইডেনে, পূর্বাভাস কিউরেটরের

চার-ছক্কার ফুলঝুরি হতে পারে ইডেনে, পূর্বাভাস কিউরেটরের

স্টাফ রিপোর্টার : ইডেনের বাইশ গজের ভোল পাল্টে গিয়েছে তাঁর হাত ধরে। এক সময় মন্থর তকমা লেগে যাওয়া ইডেনের উইকেটে এখন গতির আগুন। বল পড়ে ভালভাবে ব্যাটে আসে। ব্যাটারদের স্বর্গ হয়ে উঠেছে। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও বড় রানের পূর্বাভাস দিচ্ছেন কিউরেটর সুজন মুখোপাধ্যায়।আগামিকাল টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ।

চার-ছক্কার ফুলঝুরি হতে পারে ইডেনে, পূর্বাভাস কিউরেটরের

তার আগের দিন সন্ধ্যায় দেখা গেল, পিচে হাল্কা সবুজের আভা।সুজন বলেন, ‘সামান্য ঘাস রাখা হয়েছে পিচের বাঁধন ধরে রাখার জন্য। বল পড়ে ব্যাটে আসবে দারুণ ভাবে। বাউন্সও থাকবে। বড় রানের ম্যাচ হবে বলেই আমার বিশ্বাস। দুই দলের ব্যাটাররাই দাঁড়িয়ে গেলে চার-ছক্কা মারবেন।’

Most Popular