Thursday, March 28, 2024
Homeরাজ্যবেসরকারি বাসে ফিটনেস সার্টিফিকেটে ছাড় পরিবহণ দফতরের

বেসরকারি বাসে ফিটনেস সার্টিফিকেটে ছাড় পরিবহণ দফতরের

স্টাফ রিপোর্টার : বেশি সংখ্যক বেসরকারি বাস রাস্তায় নামাতে উদ্যোগী হচ্ছে পরিবহণ দফতর। এ বার সেই পদক্ষেপেই বেসরকারি বাসে ‘সার্টিফিকেট অফ ফিটনেস’ (সিএফ)-এর ক্ষেত্রে বড়সড় ছাড় দিতে চলেছে তারা। সম্প্রতি এই সংক্রান্ত বিষয়ে একটি সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর। সেই সিদ্ধান্ত অনুযায়ী, এককালীন সর্বোচ্চ ১৫০০ টাকা দিয়ে মেয়াদ-উত্তীর্ণ সিএফ নবীকরণ করাতে পারবেন গাড়ির মালিকরা।

বেসরকারি বাসে ফিটনেস সার্টিফিকেটে ছাড় পরিবহণ দফতরের

আগামী তিন মাসের জন্য এই সুযোগ দেবে রাজ্য সরকার। অর্থাৎ সিএফ প্রাপ্ত গাড়ির মালিকরা বিনা জরিমানায় গাড়িগুলিকে রাস্তায় নামা্নোর সরকারি বৈধতা পেয়ে যাবেন। তিন মাসের এই ছাড়ের সময়সীমা পেরিয়ে গেলে কিন্তু পুরনো নিয়মেই জরিমানা দিয়ে সিএফ পেতে হবে। করোনা সংক্রমণ কম হতেই যাত্রী পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক করে তুলতে আরও বেশি সংখ্যক বেসরকারি গাড়ি রাস্তায় নামতে চাইছে রাজ্য। সেই লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পরিবহন দপ্তর সূত্রের খবর।

Most Popular