Friday, April 26, 2024
spot_img
Homeরাজ্যধনকড়ের সমালোচনায় সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি

ধনকড়ের সমালোচনায় সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি

স্টাফ রিপোর্টার : সংবিধান প্রদত্ত অধিকার প্রয়োগ করেই তিনি বিধানসভার অধিবেশন স্থগিতের নির্দেশ দিয়েছেন বলে দাবি পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের। কিন্তু তাঁর এই দাবি খারিজ করলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোককুমার গঙ্গোপাধ্যায়।

ধনকড়ের সমালোচনায় সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি

অশোকবাবু বলেন, “অরুণাচল বিধানসভা মামলায় রায় দিতে গিয়েই বিষয়টি নিশ্চিত করে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ।সংবিধানের ১৭৪ ধারার উল্লেখ করে বলা হয়, রাজ্য বিধানসভার অধিবেশন ডাকা, স্থগিত রাখা এবং সমাপ্তি ঘোষণা করতে পারেন না রাজ্যপাল। রাজ্য মন্ত্রিসভার তরফে সুপারিশ এলে তিনি তাতে অনুমোদন দিতে পারেন মাত্র। সব রাজ্যেই এই নিয়ম কার্যকর।”

Most Popular