Friday, April 19, 2024
spot_img
Homeজেলাবারুইপুর, জয়নগর মজিলপুর ও রাজপুর সোনারপুর পুরসভার প্রার্থীদের মনোনয়ন জমা

বারুইপুর, জয়নগর মজিলপুর ও রাজপুর সোনারপুর পুরসভার প্রার্থীদের মনোনয়ন জমা

প্রদীপকুমার সিংহ,বারুইপুর: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর মহকুমার বারুইপুর, জয়নগর মজিলপুর ও রাজপুর সোনারপুর পুরসভার নির্বাচনে বিভিন্ন দলের প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দিলেন বারুইপুর মহকুমা শাসককের অফিসের পাশে জেলা প্রশিক্ষণ কেন্দ্রে।

বারুইপুর, জয়নগর মজিলপুর ও রাজপুর সোনারপুর পুরসভার প্রার্থীদের মনোনয়ন জমা

রাজপুর সোনারপুর পুরসভার মোট ৩৫টি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিজেপির পক্ষ থেকেও ৩৫টি আসনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। বামফ্রন্টের প্রার্থীরা সব আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সিপিএমের পক্ষ থেকে ৩৩টি ও সিপিআইয়ের পক্ষ থেকে ২টি আসনে মনোনয়ন জমা দেওয়া হয়। জাতীয় কংগ্রেস এখানে মাত্র ১৬টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। নির্দল প্রার্থীরা ১৪টি আসনে মনোনয়নপত্র জমা দেন।

বারুইপুর, জয়নগর মজিলপুর ও রাজপুর সোনারপুর পুরসভার প্রার্থীদের মনোনয়ন জমা

এই পুরসভায় মোট প্রার্থীর সংখ্যা ১৩৮ জন।
বারুইপুর পুরসভার ১৭টি আসনেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বিজেপির পক্ষ থেকে ১৬টি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। ১২ নম্বর ওয়ার্ডে তারা কোনও প্রার্থী দেয়নি। সিপিএমের পক্ষ থেকে ১৬টি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। ১২ নম্বর ওয়ার্ডে বাম সমর্থিত নির্দল প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। কংগ্রেসের পক্ষ থেকে চারটি আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া হয়। নির্দল প্রার্থীরা দুটি আসনে মনোনয়নপত্র জমা দেন। এই পুরসভায় মোট ৫৬ জন মনোনয়নপত্র জমা দেন।

বারুইপুর, জয়নগর মজিলপুর ও রাজপুর সোনারপুর পুরসভার প্রার্থীদের মনোনয়ন জমা

জয়নগর-মজিলপুর পুরসভার মোট ১৪টি আসনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মনোয়নপত্র জমা দেওয়া হয়। বিজেপির পক্ষ থেকে ১৩টি আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এক নম্বর ওয়ার্ডে কোনও প্রার্থী দিতে পারেনি বিজেপি। সিপিএমের পক্ষ থেকে দু’টি আসনের জন্য এবং সিপিআই থেকে সাতটি আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া হয়। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ৭টি আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া হয়। দু”জন নির্দল প্রার্থী মনোনয়পত্র জমা দেন। এই পুরসভাতে মোট ৪৭ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। এই তিনটি পুরসভায় মোট ২৪১ জন প্রার্থী। আগামী ২৭ ফেব্রুয়ারি ভোট। ২ মার্চ ফলাফল ঘোষণা হবে।

Most Popular