Wednesday, April 24, 2024
spot_img
Homeকলকাতাহাইকোর্টে খারিজ কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

হাইকোর্টে খারিজ কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

স্টাফ রিপোর্টার : নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ খারিজ করল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বক্তব্য, চার পুরভোটের রায়দানের ক্ষেত্রে কোনও সুনির্দিষ্ট নির্দেশ দেয়নি আদালত। তাই ইচ্ছাকৃতভাবে আদালতের নির্দেশ পালন করা হয়নি বা আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে বলে মনে করছে না কলকাতা হাইকোর্ট।

হাইকোর্টে খারিজ কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

উল্লেখ্য, এর আগে হাইকোর্টের তরফে রাজ্য নির্বাচন কমিশনকে পরামর্শ দেওয়া হয়েছিল, বিধাননগর, আসানসোল, চন্দননগর ও শিলিগুড়ি পুরনিগমের নির্বাচনকে চার থেকে ছয় সপ্তাহ পিছিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু কমিশনের তরফে নির্বাচনের দিনক্ষণ তিন সপ্তাহ পিছানো হয়েছিল। তবে এ ক্ষেত্রে আদালতের বক্তব্য, রাজ্য নির্বাচন কমিশনকে সরাসরি কোনও নির্দেশ দেওয়া হয়নি। তাই আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে, এমনটা নয় বলেই মত হাইকোর্টের।

Most Popular