Friday, March 29, 2024
Homeরাজ্যপুরভোটে কেন্দ্রীয় বাহিনীর পক্ষে মত হাইকোর্টের

পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর পক্ষে মত হাইকোর্টের

স্টাফ রিপোর্টার : পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর পক্ষে মত হাইকোর্টের।পুরভোটে শুধু বিধাননগরে কেন্দ্রীয় বাহিনী চেয়ে আদালতের দারস্থ হয়েছিল বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ওয়ার্ডের ভোটারকে পোলিং এজেন্ট, একই দিনে গণনা চেয়ে মামলা করেন ছবি বসু।

পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর পক্ষে মত হাইকোর্টের

গত সোমবার প্রধান বিচারপতি নির্দেশ দেন, কমিশন ও রাজ্য জানাবে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কী ভাবছে তারা। বুধবার রিপোর্টে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভাবনার কথা উল্লেখ করে জানায় কমিশন।এদিনের শুনানির শুরুতেই প্রধান বিচারপতি স্পষ্ট বুঝিয়ে দেন, কলকাতা পুরভোটে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা একেবারেই সন্তোষজনক ছিল না। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, কমিশন যদি কেন্দ্রীয় বাহিনী দেয়, তাহলে ভোটারদের আস্থা বাড়ে।

Most Popular