Thursday, April 25, 2024
spot_img
Homeবিদেশরামিজের প্রস্তাব খারিজ করে দিলেন বিসিসিআই সচিব জয়

রামিজের প্রস্তাব খারিজ করে দিলেন বিসিসিআই সচিব জয়

সংবাদ সংস্থা : মাসখানেক আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রস্তাব ছিল, আইসিসির উচিত ভারত-পাকিস্তানকে রেখে চার দেশীয় টুর্নামেন্ট চালু করা। সেখান থেকে যে অর্থ লাভ হবে, তা সদস্য দেশগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে। এতে ক্রিকেটকে আরও বেশি বিপনন যোগ্য করে তোলার পাশাপাশি, তুমুল জনপ্রিয়তা অর্জন করা যেতে পারে।

রামিজের প্রস্তাব খারিজ করে দিলেন বিসিসিআই সচিব জয়

রামিজের এই প্রস্তাব খারিজ করে দিচ্ছেন বিসিসিআই সচিব জয় শাহ। তাঁর স্পষ্ট যুক্তি হল, বিপননের দিকে না তাকিয়ে ক্রিকেটের সার্বিক উন্নতির দিকে তাকাতে হবে।জয়ের কথায়, ‘আইপিএল উইন্ডো বাড়ানোর পাশাপাশি আমরা আন্তর্জাতিক ক্যালেন্ডারও অনুসরণ করছি। আমাদের প্রাথমিক লক্ষ্য হল, ঘরের মাঠের সিরিজগুলো নিরাপদে আয়োজন করা।

রামিজের প্রস্তাব খারিজ করে দিলেন বিসিসিআই সচিব জয়

সেই সঙ্গে টেস্ট ক্রিকেটে আরও বেশি ফোকাস করা। অন্যদের মতো আমিও চাই যে, অলিম্পিক গেমসে ক্রিকেট জায়গা পাক। সেটা সম্ভব হলে কিন্তু খেলাটাকে আরও বেশি ছড়িয়ে দেওয়া যাবে। ক্রিকেটকে আরও বেশি আন্তর্জাতিক করে তোলাটা একটা চ্যালেঞ্জ। স্বল্পমেয়াদি ব্যবসামূলক ভাবনাকে গুরুত্ব দেওয়ার কোনও জায়গা নেই।’

Most Popular