Friday, April 19, 2024
spot_img
Homeরাজ্যকরোনাবিধি মেনে শুরু পাড়ায় শিক্ষালয়, স্কুলের মেজাজ ফিরে পেয়ে খুশি পড়ুয়ারা

করোনাবিধি মেনে শুরু পাড়ায় শিক্ষালয়, স্কুলের মেজাজ ফিরে পেয়ে খুশি পড়ুয়ারা

স্টাফ রিপোর্টার : করোনা পরিস্থিতিতে তালা ঝুলেছিল স্কুলে। তাই প্রায় টানা দু’বছর স্কুলের মুখও দেখেনি কচিকাঁচারা। অনলাইন ক্লাসই ছিল তাদের একমাত্র ভরসা। তবে সোমবার থেকেই রাজ্যে শুরু হল পাড়ায় শিক্ষালয়। সকাল থেকেই চলছে স্কুলেরই খোলা মাঠে খুদে পড়ুয়াদের পড়াশোনা।

করোনাবিধি মেনে শুরু পাড়ায় শিক্ষালয়, স্কুলের মেজাজ ফিরে পেয়ে খুশি পড়ুয়ারা

কোভিড বিধি মেনেই শুরু হয় পঠনপাঠন। পড়ুয়াদের মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারে বিশেষ জোর দেওয়া হচ্ছে। মানা হচ্ছে শারীরিক দূরত্ববিধিও। পাড়ায় শিক্ষালয়ে রান্না করা খাবারও দেওয়া হবে পড়ুয়াদের। ফের দু’বছর পর স্কুলের মেজাজ ফিরে পাওয়ায় খুশি কচিকাঁচারা।

Most Popular