Thursday, April 25, 2024
spot_img
Homeরাজ্যস্কুলে ১০০ শতাংশ হাজিরার সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টে জনস্বার্থ মামলা

স্কুলে ১০০ শতাংশ হাজিরার সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টে জনস্বার্থ মামলা

স্টাফ রিপোর্টার : রাজ্যে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের স্কুলে উপস্থিতির পাশাপাশি অনলাইন ক্লাসেরও সুযোগ দেওয়ার আবেদন করে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। মামলাটি করেছেন আইনজীবী ঋজু ঘোষাল।বৃহস্পতিবার থেকেই রাজ্যে অষ্টম শ্রেণি থেকে স্কুল খুলে গিয়েছে। এ দিকে কেন্দ্রীয় সরকার ১৫ বছর থেকে ১৮ বছরের টিকাকরণ শুরু করেছে।

স্কুলে ১০০ শতাংশ হাজিরার সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টে জনস্বার্থ মামলা

ফলে অষ্টম শ্রেণির পড়ুয়া, যাদের বয়স ১৪ বছর, তারা টিকা পাচ্ছে না। ফলে সংক্রমণের ভয় থাকছেই।শুক্রবার হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলাটি জরুরি ভিত্তিতে শুনানির আর্জি করা হয়। প্রধান বিচারপতি আগামী সোমবার মামলাটির শুনানি করবেন বলে জানান।

Most Popular