Tuesday, April 23, 2024
spot_img
Homeরাজ্য৫৭ টি দেশে খোঁজ মিলেছে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্টের : হু

৫৭ টি দেশে খোঁজ মিলেছে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্টের : হু

সংবাদ সংস্থা: বিশ্বজুড়ে খানিকটা কমেছে করোনা সংক্রমণ। কিন্তু তাতেই বিশ্ববাসী নিস্তার মিলছে না। উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট। যা অন্যান্য ভাইরাসের বেশি সংক্রমিত। ইতিমধ্যে বিশ্বের ৫৭ টি দেশে সাব ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গেছে। যা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে।এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

৫৭ টি দেশে খোঁজ মিলেছে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্টের : হু

হু জানিয়েছে, ৫৭ টি দেশ থেকে বিএ.২ সিকোয়েন্সটি পাওয়া গেছে তা ইতিমধ্যে জিআইএসএআইডি-তে জমা দেওয়া হয়েছে। সংক্রমিতদের মধ্যে প্রায় সবই ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট। যদিও এই প্রজাতি সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। এই সংক্রমণ কতটা গুরুতর তা জানা যাবে গবেষণার পর। তবে, কিছু গবেষণায় দেখা গেছে, বিএ.২ করোনার রূপ ওমিক্রন ভ্যারিয়েন্টের চেয়ে বেশি সংক্রমিত ও ঝুঁকিপূর্ণ।

Most Popular