Thursday, April 25, 2024
spot_img
Homeজেলাপঞ্চায়েত সদস্যের অপহরণের প্রতিবাদে রাস্তায় বসে বিজেপির বিক্ষোভ বারুইপুরে

পঞ্চায়েত সদস্যের অপহরণের প্রতিবাদে রাস্তায় বসে বিজেপির বিক্ষোভ বারুইপুরে

প্রদীপকুমার সিংহ, বারুইপুর: জয়নগর ২ নম্বর ব্লকের মায়াহাউড়ি পঞ্চায়েতের বিজেপি সদস্য বামদেব মণ্ডলের অপহরণের ঘটনায় পুলিশের নিস্ক্রিয় থাকার প্রতিবাদে মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্বের বিজেপির সাংগঠনিক জেলার পক্ষ থেকে রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। পরে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসুর কাছে ডেপুটেশন দেয় বিজেপি নেতা সুনীপ দাসের নেতৃত্বে এক প্রতিনিধিদল।

পঞ্চায়েত সদস্যের অপহরণের প্রতিবাদে রাস্তায় বসে বিজেপির বিক্ষোভ বারুইপুরে

পুলিশের পক্ষ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে অপহৃতকে খুঁজে বের করার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন বিজেপি কর্মীরা। এদিন বিজেপির কর্মসূচিকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। এজন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল।
মঙ্গলবার বিজেপির দলীয় কার্যালয় থেকে বিজেপি কর্মীদের মিছিল হাসপাতাল সংলগ্ন উড়ালপুলের কাছে এলে মিছিল আটকে দেয় পুলিশ। এর জেরে রাস্তায় বসে পড়েন বিজেপি কর্মীরা।

পঞ্চায়েত সদস্যের অপহরণের প্রতিবাদে রাস্তায় বসে বিজেপির বিক্ষোভ বারুইপুরে

পরে বিজেপি নেতা সুনীপ দাসের নেতৃত্বে পাঁচ সদস্যর প্রতিনিধিদল অতিরিক্ত পুলিশ সুপারের কাছে যায়। সুনীপবাবু বলেন, পুলিশ বৃহস্পতিবারের মধ্যে অপহৃতকে খুঁজে বের করার আশ্বাস দিয়েছে। যদি ৪৮ ঘণ্টার মধ্যে পুলিশ বামদেব মণ্ডলকে খুঁজে বের করতে না পারে, তাহলে বৃহত্তর আন্দুল নামবে বিজেপি।

Most Popular