Thursday, April 25, 2024
spot_img
Homeদেশ‘ঘোড়ার পাল!’, রাজ্যপালকে আক্রমণ মমতার

‘ঘোড়ার পাল!’, রাজ্যপালকে আক্রমণ মমতার

স্টাফ রিপোর্টার: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।বুধবার নেতাজি ইন্ডোরে অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে আবারও রাজ্য-রাজ্যপালের সংঘাত আবহ টেনে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন মমতা বলেন, “মা ক্যান্টিন চলছে, মানুষ ৫ টাকায় খেতে পাচ্ছে, তাতেও সমস্যা।

‘ঘোড়ার পাল!’, রাজ্যপালকে আক্রমণ মমতার

বারবার শুধু জিজ্ঞেস করবে, কে সিদ্ধান্ত নিল, কী করে হল। আমার নির্দেশিকা মেনে চলতে হবে। কেন? জীবনে তো কখনও কাউন্সিলরও হওনি।” এরপরই যোগ করেন, “সব অফিসার, আমলাদের ডাকছে। কখনও সিপিকে ডাকছে, কখনও সিএসকে ডাকছে। কোনও কাজ নেই, সবজান্তা। অথচ এটাই জানে না যে মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়া অফিসারদের এভাবে ডাকা যায় না।

‘ঘোড়ার পাল!’, রাজ্যপালকে আক্রমণ মমতার

সবার ১১৯ (ভারতীয় দণ্ডবিধি) কেড়ে নিয়েছ। আর এখন আর্টিক্যাল দেখাচ্ছে।রাজ্যপালকে ‘ঘোড়ার পাল’ বলেও তীব্র আক্রমণ করেন মমতা। বলে দেন, “ঘোড়ার সামনে ঘোড়ার পাল। বিজেপি এখানে দিয়েছে ঘোড়ার পাল। একদল ঘোড়ার পাল রাজ্য শাসন করতে পাঠিয়েছে। কথাটা মনে হয়েছিল ২৬ জানুয়ারি।” ধনকড়কে ‘পেগাসাসের আরেক বন্ধু’, ‘ছোট দালাল’ বলেও তীব্র কটাক্ষ করেন তিনি।

Most Popular