Wednesday, April 24, 2024
spot_img
Homeদেশভারত - বাংলাদেশ সীমান্ত তীর্থস্থানগুলিতে বাস পরিষেবা শুরু ভাবনা

ভারত – বাংলাদেশ সীমান্ত তীর্থস্থানগুলিতে বাস পরিষেবা শুরু ভাবনা

স্টাফ রিপোর্টার: এ বার বাংলাদেশ সীমান্ত থেকে বাংলার বিভিন্ন তীর্থক্ষেত্রে বাস পরিষেবা শুরু করতে চলেছে পরিবহণ দফতর। আগামী কয়েক মাসের মধ্যেই এই নতুন পরিষেবা শুরু হবে বলে দফতর সূত্রে খবর। বনগাঁ সীমান্ত এলাকা থেকে পরিবহণ দফতর এই পরিষেবা শুরু করতে চায় দফতর। সেখান থেকে বাস সরাসরি যাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের থাকা তীর্থস্থানগুলিতে।

ভারত - বাংলাদেশ সীমান্ত তীর্থস্থানগুলিতে বাস পরিষেবা শুরু ভাবনা

আপাতত ঠিক হয়েছে, সীমান্ত থেকে বাসগুলি যাবে কলকাতার কালীঘাট, শহরতলির দক্ষিণেশ্বর, বীরভুমের তারাপীঠ ও কঙ্কালীতলায়। এই বাস পরিষেবায় কেমন সাড়া পাওয়া যায়, তা দেখেই আরও তীর্থস্থানে বাস পরিষেবা শুরু করা নিয়ে ভাবনা-চিন্তা করবে পরিবহণ দফতর। দেশের পাশাপাশি, বিদেশি পর্যটকরা যাতে এই বাস পরিষেবায় আকৃষ্ট হন, তা নিয়েও নতুন নতুন বিষয়-ভাবনাও রাখা হচ্ছে।

ভারত - বাংলাদেশ সীমান্ত তীর্থস্থানগুলিতে বাস পরিষেবা শুরু ভাবনা

পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের চেয়ারম্যান মদন মিত্র বলেন, ‘‘সীমান্তবর্তী এলাকার মানুষ যাতে সহজেই বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করতে পারেন। সে দিকে নজর দিয়েই এই বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

Most Popular