
স্টাফ রিপোর্টার : কলকাতার বড়সড় অগ্নিকাণ্ড মল্লিক বাজারের কাছে এক সিনেমা হলে বড়সড় অগ্নিকাণ্ড।জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে আচমকাই বন্ধ ওই সিনেমা হল থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। তা দেখেই স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়ায় ।এরপর দুর্ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন।যুদ্ধকালীন তৎপরতায় চলে আগুন নেভানোর কাজ।
জানা গিয়েছে, সিনেমা হলের সিটগুলিতেও আগুন লেগেছে। সেগুলি পুড়ে ছাই হয়ে গিয়েছে। জানা গিয়েছে, পার্ক স্ট্রিটের মল্লিক বাজার এলাকার পার্ক সিনেমা হলটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। করোনা পরিস্থিতির জন্য প্রায় এক বছর ধরে বন্ধই ছিল সিনেমা হলটি। তবে ঠিক কীভাবে এই আগুন লাগল, তার কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়।কীভাবে আগুন লাগে তা খতিয়ে দেখচ্ছেন দমকল কর্মীরা ।