
রবীন্দ্রনাথ সামন্ত, পাথরপ্রতিমা: বৃহস্পতিবার বিকেলে কুমির ধরা পড়ল পাথরপ্রতিমার কিশোরীনগর গ্রামের একটি পুকুরে। কুমিরটি ১১ ফুট লম্বা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।স্থানীয় এবং বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, বুধবার কুমিরটিকে ওই গ্রামের ধীরেন্দ্রনাথ সাহুর পুকুরে ভেসে থাকতে দেখেন স্থানীয় যুবক সিদ্ধেশ্বর বেরা।
তা দেখে তিনি চিৎকার করে ঠলে পুকুরের মালিক সহ গ্রামবাসীরা কুমির দেখতে পুকুরের ধারে ভিড় জমাযন। পরে বনদপ্তরকে খবর দেওয়া হয়। বনদপ্তরের কর্মীরা রাতে জাল দিয়ে পুকুরের চারপাশ ঘিরে ফেলেন, যাতে কুমিরটি নদীতে চলে না যেতে পারে। তাতেও কুমির ধরা পড়েনি। অবশেষে বৃহস্পতিবার পুকুরে পাম্প বসিয়ে জল সেচ করে বের করা হয়।
পরে গ্রামবাসীদের সহায়তায় কুমিরটিকে ধরে ফেলেন বনদপ্তরের কর্মীরা। বনদপ্তর কুমিরটিকে স্থানীয় ভাগবতপুর কুমির প্রকল্পে নিয়ে যায়। কুমিরটি এখন সুস্থ আছে। তবে বনদপ্তরের অনুমান, কুমিরটি স্থানীয় ওয়ালস ক্রিক নদীবাঁধ টপকে ওই পুকুরে ঢুকেছিল।