
সংবাদ সংস্থা : নোভাক জকোভিচ আরও একবার সেরা টেনিস প্লেয়ার হিসেবে বছর শেষ করলেন। টানা সাত বছর তাঁর সাম্রাজ্যে কেউ ঢুকতে পারেননি। রজার ফেডেরার, রাফায়েল নাদালদের সমান ২০টা গ্র্যান্ড স্লাম জিতলেও ৩৭তম মাস্টার্স খেতাব ঢুকে পড়ল জোকারের ট্রফি ক্যাবিনেটে। যে কৃতিত্ব রাফা, নাদালেরও নেই।এক ক্যালেন্ডার ইয়ারে টানা চারটে গ্র্যান্ড স্লাম জেতার হাতছানি ছিল জকোভিচের সামনে।
রাশিয়ান দানিল মেদভেদেভের কাছে ইউএস ওপেনে হেরে যাওয়ায় তা সম্ভব হয়নি। সেই মেদভেদেভের বিরুদ্ধেই প্যারিস মাস্টার্স জিতলেন তিনি। রাশিয়ান টেনিস প্লেয়ারকে ৪-৬, ৬-৩, ৬-৩ হারালেন জোকার। যা সব মিলিয়ে সাত নম্বর প্যারিস মাস্টার্স জেতাতে সাহায্য করল তাঁকে। ফাইনালে মেদভেদেভ প্রথম সেটটা জিতলেও পরের দুটোতে আর দাঁড়াতে দেননি।মেদভেদেভকে হারিয়ে জোকার বলেছেন, ‘নিউ ইয়র্কে ওর কাছে হেরেছিলাম।
সেটা এখনও ভুলিনি। ওর সঙ্গে আমার লড়াইটা ক্রমশ জমে যাচ্ছে।’ জকোভিচ যখন খেলছিলেন, তখন গ্যালারিতে বসেছিলেন তাঁর স্ত্রী ও সন্তানরা। পরিবারের সামনে ট্রফি জেতার পর উচ্ছ্বসিত জোকার বলেছেন, ‘আমার খুব স্পেশাল দিন ছিল। পরিবারের সামনে জেতার আনন্দই আলাদা। আমার বাচ্চাদের সামনে এই প্রথম কোনও ম্যাচ খেললাম।’