
স্টাফ রিপোর্টার : ধীরে ধীরে বঙ্গে প্রবেশ করছে শীত। তবে শীতের আগমনেও বিদায় নিচ্ছে না বর্ষা, ফের ভিজতে পারে রাজ্যের জেলাগুলি। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্তের অবস্থানের ফলেই সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে রাজ্যে, যার জেরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুরে আংশিক মেঘলা থাকবে আকাশ। কলকাতা, হাওড়া এবং ঝাড়গ্রামে বিকেলের দিকে হতে পারে হালকা বৃষ্টি। দার্জিলিং, কালিম্পংয়ের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মালদহ ও দুই দিনাজপুরে শুষ্ক থাকবে আবহাওয়া। পশ্চিমের জেলাগুলিতে অনুভূত হবে শীতের আমেজ।