স্কুইড গেম, নেটফ্লিক্সের খেলায় মেতেছেন রোহিতরা

সংবাদ সংস্থা : অপেক্ষার আর মাত্র ১ দিন। ২৪ অক্টোবর ক্রিকেটপ্রেমীরা দেখতে পাবে টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান দ্বৈরথ। এই ম্যাচের দিকে বিশেষ নজর রয়েছে বিভিন্ন দেশ-বিদেশের বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটারদেরও। তবে এই হাইভোল্টেজ ম্যাচের আগে রোহিত-শামিরা ব্যস্ত স্কুইড গেম চ্যালেঞ্জে।
আইসিসি ইন্সটাগ্রামে ভারতীয় ক্রিকেটারদের একটি ভিডিও পোস্ট করেছে। যেখানে দেখা যাচ্ছে স্কুইড গেম, নেটফ্লিক্সের খেলায় মেতেছেন রোহিত থেকে বুমরা-বরুণরা। এটি আইসিসির একটি প্রমোশনাল ভিডিও। নেটফ্লিক্সের কোরিয়ান ড্রামা ‘স্কুইড গেম’ দর্শকদের মনে যেমন ঝড় তুলেছে, তেমনই ভারতীয় দলের অন্দরেও চলল নেটফ্লিক্সের দাপট।
রোহিত-বরুণরা ডালগোনা ক্যান্ডি চ্যালেঞ্জ নেন। যেখানে ক্যান্ডিটা না ভেঙে ফেলে, তার থেকে নির্দিষ্ট একটা আকার তৈরি করাই ছিল মূল লক্ষ্য। আইসিসি সেই ভিডিওর ক্যাপশনে লেখে, “স্নায়ুকে চাপে রাখার গেমের পরীক্ষা দিয়েছে ভারত। ভারতীয় ক্রিকেট দলের তারকাদের পরীক্ষা করা হল বিশ্বের সবচেয়ে আলোচিত শোগুলির মধ্যে থেকে একটি বিখ্যাত গেম দিয়ে।”