খেলা
বিশ্বকাপে ফেভারিট ভারত: স্টিভ স্মিথ

সংবাদ সংস্থা : ‘দুরন্ত ভারত’, টিম ইন্ডিয়া সম্পর্কে এমনই মন্তব্য প্রাক্তন অস্ট্রেলিয়ার অধিনায়ক ও বর্তমান ক্রিকেটার স্টিভ স্মিথের । প্রস্তুতি পর্বে ভারেতর বিরুদ্ধে ম্যাচের পরই এমন মন্তব্য করেছেন স্মিথ। অস্ট্রেলিয়াকে প্রস্তুতি ম্যাচে হেলায় হারিয়েছে ভারত।স্টার্ক-কামিন্সদের বল সূর্য কুমাররা যে ভাবে বাউন্ডারির বাইরে ফেললেন তা দেখে অবাক স্টিভ স্মিথ। ম্যাচ শেষে তাই একটাই কথা প্রাক্তন অজি অধিনায়াকের মুখে, ‘দুরন্ত ভারত’।”
ওরা দুরন্ত দল। সব দিক থেকে তৈরি। দলে একাধিক ম্যাচ উইনার আছে। বিশ্বকাপের ফেভারিট।” অস্ট্রেলিয়ার এক সংবাদপত্রকে দেওয়া ইন্টারভিউয়ে বলেছেন স্টিভ স্মিথ। ভারতীয় ক্রিকেটারদের দুরন্ত ছন্দের কারণ হিসেবে আইপিএলকেই দেখছেন স্টিভ। ”ভারতীয় ক্রিকেটাররা প্রায় দুমাস ধরে আরব দেশে আছে। আইপিএল খেলছে। তাই এখানকার পরিস্থিতর সঙ্গে নিজেদের নিতে পেরেছে।”