
সংবাদ সংস্থা : করোনা পরিস্থিতি, দীর্ঘ লকডাউনের মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছিল প্যান্ট্রি কার পরিষেবা। দেশে ১০০ কোটি টিকাকরণের দিন রেল সূত্রে জানা গেল শীঘ্রই ফিরছে সেই পরিষেবা। আবার দূরপাল্লা ট্রেনের যাত্রীরা ট্রেনে যাত্রাকালীন তৈরি করা খাবার অর্ডার করতে পারবেন।জানা গিয়েছে, প্যান্ট্রি কার পরিষেবা ফের চালু করার জন্য রেলের কাছে অনুমতি চেয়েছিল আইআরসিটিসি। তাদের আবেদন মেনে নিয়েছে রেল বোর্ড।
এই বিষয়ে চলতি মাসের মধ্যেই চূড়ান্ত ছাড়পত্র দিতে চলেছে রেল বোর্ড। আশা করা যাচ্ছে আগামী মাসের মাঝামাঝি থেকে ফের প্যান্ট্রি কার পরিষেবার সুবিধা পাবেন রেল যাত্রীরা।ফের এই পরিষেবা শুরু হলে দূরপাল্লার যাত্রীদের বিশেষ সুবিধা হবে। আবার তাঁরা তৈরি করা খাবার অর্ডার করে খেতে পারবেন। করোনা পরিস্থিতিতিতে প্যান্ট্রি কার পরিষেবা কার্যত বন্ধ করে দেওয়া। সংক্রমণের দিকে নজর রেখে এই সিদ্ধান্ত নিয়েছিল রেল। তার পর থেকে রেলে শুকনো খাবার মিললেও তৈরি খাবার পাওয়ার কোনও বন্দোবস্ত ছিল না ।
করোনা পরিস্থিতির মধ্যে আইআরসিটিসি বিভিন্ন স্টেশনে শুকনো খাবার দেওয়ার পরিষেবা চালু করেছিল ই-ক্যাটারিংয়ের মাধ্যমে। অর্থাৎ, যাত্রীরা অনলাইনে খাবারের অর্ডার দিলে নির্দিষ্ট স্টেশনে ট্রেন দাঁড়ালে সংশ্লিষ্ট কেটারিং সংস্থা সেই যাত্রীর কাছে খাবার পৌঁছে দিচ্ছেন। এবার খুব তাড়াতাড়ি ই-ক্যাটারিংয়ের সঙ্গে রেলের পুরনো প্যান্ট্রি কার পরিষেবাও পাবেন যাত্রীরা।