
সানওয়ার হোসেন, কুলপি: এবার বাঙালির মুখরোচক ও লোভনীয় খাবার ফুচকা দিয়ে লক্ষ্মীপ্রতিমা তৈরি করা হল। দক্ষিণ ২৪ পরগনার নিশ্চিন্তপুরের গাজির মহল বীণাপাণি পাঠাগার ও সংঘের পরিচালনায় ফুচকা ও ফুচকার আনুষঙ্গিক দ্রব্য দিয়ে তৈরি হয়েছে এই লক্ষ্মী প্রতিমা। আর এই প্রতিমা দেখতে ভিড় জমায় অগণিত মানুষ।
গাজির মহলের এই পুজোমণ্ডপের উদ্বোধন করেন কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার এবং অভিনেতা জুনায়েদ খান। উপস্থিত ছিলেন কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসেয সভাপতি সুপ্রিয় হালদার, যুব নেতা সৌম্য হালদার প্রমুখ।