খবরদেশ

দেশে আরও কমল করোনা সংক্রমণ, নিম্নমুখী অ্যাকটিভ কেস

সংবাদ সংস্থা : আরও নিম্নমুখী দেশের কোভিড গ্রাফ। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৭৮৬ জন। মৃত্যু হয়েছে ২৩১ জনের।স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ৭৫ হাজার ৭৪৫ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লক্ষ ২৪ হাজার ২৬৩ টি। এনিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্য়া প্রায় ৬০ কোটি। সংক্রমণ কমলেও শীর্ষে কেরল, তামিলনাড়ু, মহারাষ্ট্র-সহ মোট ৫টি রাজ্য। এর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ কেরলে। গত ২৪ ঘণ্টায় দক্ষিণের এই রাজ্যে ৮৭৩৩ জন আক্রান্ত, যা মোট সংক্রমণের ৫৫.৩২ শতাংশ।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে টিকাকরণ হয়েছে ৬১ লক্ষ ২৭ হাজার ২৭৭টি। যার জেরে বৃহস্পতিবার ১০০ কোটির গণ্ডি পেরনোর পর শুক্রবার মোট টিকাপ্রাপকের সংখ্যা দাঁড়াল ১০০ কোটি ৫৯ লক্ষ ৪ হাজার ৫৮০তে।

Related Articles

Back to top button
error: Content is protected !!