খবররাজ্য

ত্রিপুরায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করল তৃণমূল

স্টাফ রিপোর্টার : এবার তৃণমূলের নজরে ত্রিপুরার পুরভোট।তাই শুক্রবার থেকে বাংলার ছকেই উত্তর-পূর্বের রাজ্যে জনসংযোগ শুরু করল তৃণমূল।শুক্রবার সকালে আগরতলায় এই কর্মসূচির সূচনা করেন সুস্মিতা দেব। জানানো হয়েছে, ‘দিদির দূত’ গাড়ির মাধ্যমে জনসংযোগ করা হবে জেলা জেলায়। তিনটি দলে ভাগ নেতা-কর্মীরা যাবেন বাড়ি বাড়ি।

সকলের সমস্যা শুনবেন। শুধু তাই নয়, কর্মীর বাড়িতে খাওয়া দাওয়াও করবেন নেতারা। জেলায় জেলায় চলবে যোগদান কর্মসূচি।ত্রিপুরায় তৃণমূলের নয়া রণকৌশলের কথা বৃহস্পতিবারই জানিয়েছিলেন সুস্মিতা দেব। জানানো হয়েছিল, ৮টি জেলা, ৫৮টি ব্লক ও ২০টি শহরে হবে জনসংযোগ কর্মসূচি।

স্টিয়ারিং কমিটির সদস্যদের এই জন সংযোগের জন্য তিনটি গোষ্ঠীতে ভাগ করা হয়েছে। ২২ অক্টোবর অর্থাৎ শুক্রবার থেকেই শুরু হবে জনসংযোগ। আর তা শেষ হবে ২ নভেম্বর। সেই মতোই শুক্রবার থেকে ত্রিপুরার পথে নামলেন তৃণমূলের নেতা কর্মীরা।

Related Articles

Back to top button
error: Content is protected !!