
স্টাফ রিপোর্টার : ত্রিপুরায় পৌছল ‘দিদির দূত’ গাড়ি। আজ থেকে এই গাড়িতেই হবে প্রচার। ‘ত্রিপুরার জন্যে তৃণমূল’ এই স্লোগান নিয়ে প্রচার শুরু হবে।সূত্রের খবর ২২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ত্রিপুরার রাস্তায় ঘুরবে এই তিনটি গাড়ি। বিভিন্ন বাজার গুরুত্বপূর্ণ মোড়ে জনসংযোগ করবে দিদির দূত।
সেখানেই চলবে সভা।তিনটি গাড়িতে থাকবেন স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব এবং যুব তৃনমূলের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক বাপ্টু চক্রবর্তী। ত্রিপুরার পুরভোটেই অস্তিত্ব প্রমাণ করতে মরিয়া তৃণমূল। সেই কারণেই এই তৎপরতা বলে মনে করছে রাজনৈতিক মহল।