
প্রদীপকুমার সিংহ, বারুইপুর: বড় ছেলে ও তার স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে বারুইপুর থানায় অভিযোগ জানালেন বৃদ্ধা মা। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের বিড়াল এলাকায়। মা কল্পনা দাস অভিযোগ করেন, বড় ছেলে শিবনাথ দাস ও তার স্ত্রী মাম্পি দাস তাঁর ওপর অত্যাচার করত দিনের পর দিন।
শিবনাথ সোনারপুর থানার অন্তর্গত একটি হাসপাতালে কর্মরত। রান্না করেও মাকে খেতে দিত না। ঘরের জানালার কাচ ভেঙে দিয়েছে। রান্নার গ্যাসের সিলিন্ডার বারবার খুলে দিয়েছে। ছ’-সাতবার মারধর করেছে বড় ছেলে ও তার বউ। নাতনি যদি ঠাকুমার কাছে আসত, তার মা-বাবা তাকে ধরে মারত। কল্পনা দাসের ছোট ছেলে মাকে টাকাপয়সা দিত খাওয়াদাওয়ার জন্য।
বড় ছেলে ও বড় বউয়ের দাবি ছিল, জায়গা-জমি, বাড়িঘর সব কিছু তাদের নামে লিখে দিতে হবে। দেয়নি বলেই দিনের পর দিন অত্যাচার চলত বলে অভিযোগে করেন কল্পনাদেবী। এই মর্মে তিনি বারুইপুর থানায় অভিযোগ করেন। তারই ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।