খবরবিদেশ

হিন্দুদের উপর হামলা হয়েছে, সরাসরি বলে দিল আমেরিকা

সংবাদ সংস্থা : বাংলাদেশে দুর্গাপুজো মণ্ডপ এবং মন্দিরে তাণ্ডবের ঘটনার তীব্র নিন্দা করল আমেরিকা। কোনওরকম ঘুরিয়ে-পেঁচিয়ে না বলে সরাসরি বলা হয়েছে যে বাংলাদেশে হিন্দুদের উপর হিংসা চলেছে। সেই হিংসাত্মক ঘটনায় শেখ হাসিনা সরকারকে পূর্ণাঙ্গ তদন্তের আর্জি জানানো হল। আমেরিকার বক্তব্য, ‘ধর্মীয় স্বাধীনতা হল মানবাধিকার।’

বুধবার মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র নেড প্রাইস বলেন, ‘দুর্গাপুজোর সময় হিন্দু মন্দির এবং প্রতিষ্ঠানে সম্প্রতি যে তাণ্ডব চালানো হয়েছে, তার নিন্দা করছি আমরা। হিন্দু সম্প্রদায়ের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। প্রশাসনকে পূর্ণাঙ্গ তদন্তের আর্জি জানানো হচ্ছে।ধর্মীয় স্বাধীনতা হল মানবাধিকার।’

সেই টুইটের কিছুক্ষণ পরই আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত মার্কিন দফতরের তরফে টুইটারে বলা হয়, ‘বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর ভয়ঙ্কর হামলায় আতঙ্কিত আমরা। কোনওরকম হিংসা বা ভয় ছাড়াই হিন্দু-সহ সকল ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর অবাধে উপাসনা করার অধিকার রয়েছে।’

Related Articles

Back to top button
error: Content is protected !!