খবরজেলা

সোনারপুরের মহিলার ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হওয়া ৩ লক্ষ টাকা উদ্ধার

প্রদীপকুমার সিংহ, সোনারপুর: বারুইপুর পুলিশ জেলার সাইবার ক্রাইম থানা ও সোনারপুর থানার যৌথ উদ্যোগে বুধবার উদ্ধার হল ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাওয়া টাকা। সোনারপুরের এক মহিলার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় তিন লক্ষ টাকা উধাও হয়ে যাওয়ায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। দ্রুত নিষ্পত্তি হওয়ায় বারুইপুর পুলিশ জেলাকে ধন্যবাদ জানিয়েছেন অভিযোগকারিণী।

সাইবার থানা ঘটনার তদন্তে নেমে জানতে পারে, ওই টাকা ছ’জন ব্যক্তির নামে কলকাতা থেকে লখনউ হয়ে দুবাই অবধি বিমানের টিকিট কাটার জন্য খরচ হয়েছে।এরপরই বারুইপুর সাইবার থানা যোগাযোগ করে সংশ্লিষ্ট বেসরকারি এয়ারলাইনস সংস্থার সবক’টি টিকিট বাতিল করে এবং অভিযোগকারিণীর অ্যাকাউন্টে টাকা ফেরত পাঠিয়ে দেয়।

খোয়া যাওয়া টাকা ফেরত পেয়ে স্বাভাবিক ভাবেই খুশি টাকার মালিক। দোষীদের এখন খুঁজে বার করার চেষ্টা চলছে। বারুইপুর পুলিশ জেলার সাইবার ক্রাইম থানার পুলিশ ও সোনারপুর থানা যৌথ উদ্যোগে দোষীদের খুঁজে বার করার জন্য তদন্ত শুরু করেছে।

Related Articles

Back to top button
error: Content is protected !!