খবরদেশ

লখিমপুরের ঘটনায় যোগী সরকারকে ভর্ৎসনা শীর্ষ আদালতের

সংবাদ সংস্থা : গত ৩ অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুরে কৃষক হত্যা মামলায় সরকারের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট শীর্ষ আদালত। বুধবার সুপ্রিম কোর্ট জানায়, বিচারকার্য অনন্তকাল ধরে চলতে পারে না। এর পাশাপাশি সাক্ষীদের বয়ান দ্রুত রেকর্ড করতে এবং তাঁদের নিরাপত্তার ব্যাপারটি সুনিশ্চিত করতে নির্দেশ দেয় আদালত।

আদালত প্রশ্ন তোলে, এতদিন ৪৪ জন সাক্ষীর মাত্র ৪ জনের বয়ান রেকর্ড করা হলো ? এর উত্তরে সরকার পক্ষের উকিল হরিশ সালভে জানান, ‘বয়ান রেকর্ড পক্রিয়া চলছে, খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।’ আদালতে এই ঘটনার রিপোর্ট জমা দেওয়ার ব্যাপারেও ক্ষুব্ধ হয় প্রধান বিচারপতি এন ভি রামানা। সূত্রের খবর, মঙ্গলবার রাতে এই মামলার রিপোর্ট হাতে পায় আদালত। এই নিয়ে রামানা বলেন, ‘এত দেরিতে রিপোর্ট জমা দিলে তা পড়া সম্ভব হয় না।’

উল্লেখ্য, চলতি মাসের লখিমপুরে কৃষকদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনা সামনে আসে। যার জেরে ৮ জন কৃষক মারা যায়। এই ঘটনার মূল অভিযুক্ত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র। অভিযুক্ত হওয়া সত্ত্বেও ঘটনার ৬ দিন পর পুলিশ মন্ত্রী পুত্রকে গ্রেপ্তার করে। এই নিয়ে সমালোচনাও হয়।

Related Articles

Back to top button
error: Content is protected !!