খবরদেশরাজ্য

রুটিন মেনে ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম

সংবাদ সংস্থা : রুটিন মেনে বৃহস্পতিবার ফের বাড়ল জ্বালানি তেলের দাম। এদিন দেশের বিভিন্ন প্রান্তে ৩০ থেকে ৩৮ পয়সা পর্যন্ত বাড়ল পেট্রল এবং ডিজেলের দাম।রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতায় লিটারপ্রতি পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০৭ টাকা ১২ পয়সা। যা আগের দিনের থেকে ৩৫ পয়সা বেশি।

আর ডিজেলের দাম লিটার পিছু ৯৮.৩৮ পয়সা। এটাও আগের দিনের থেকে বেড়েছে ৩৫ পয়সা। রাজধানী দিল্লিতে এক লিটার পেট্রলের মূল্য ১০৬ টাকা ৫৪ পয়সা। পাশাপাশি ডিজেলের মূল্য লিটারপিছু ৯৫.২৭ টাকা। এই দুটি মুল্যই বেড়েছে ৩৫ পয়সা করে।

দেশের বাণিজ্যনগরী মুম্বইয়ে মহানগরগুলির মধ্যে সবার আগে ১০০ টাকা পেরিয়েছিল পেট্রল ও ডিজেলের মূল্য। বৃহস্পতিবার সেখানে এক লিটার পেট্রল বিকোচ্ছে ১১২ টাকা ৪৪ পয়সায়। মুম্বইয়ে এক লিটার ডিজেলের দাম ১০৩ টাকা ৬১ পয়সা।

Related Articles

Back to top button
error: Content is protected !!