
সংবাদ সংস্থা: আরও একবার যোগী রাজ্যে পুলিশি বাধার মুখে পড়লো কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গাঁধী বঢরা। লখিমপুরের পর বুধবার লখনউ আগ্রা জাতীয় সড়কে আটক করা হয় তাঁকে। পুলিশি হেফাজতে মৃত এক দলিত কর্মীর পরিবারের সাথে দেখা করতে যাচ্ছিলেন তিনি। পরে অবশ্য খুব হাঙ্গামার জেরে পরিবারের সাথে দেখা করার অনুমতি পান তিনি। এদিন গ্রেপ্তারের পর ক্ষুব্ধ প্রিয়াঙ্কা জানান, ”আমি যেখানেই যাচ্ছি সেখানে আমায় বাধা দেওয়া হচ্ছে। তাহলে আমায় কি রেস্তরাঁয় বসে থাকা উচিত ?” অপরদিকে উত্তরপ্রদেশ পুলিশের তরফ থেকে জানানো হয়, প্রিয়াঙ্কা ১৪৪ ধারা উপেক্ষা করে পাঁচজনের সাথে ঘটনাস্থলে অগ্রসর হচ্ছিলেন। তাই তাঁকে বাধা দেওয়া হয়।’
অরুন বাল্মীকি নামে এক সাফাই কর্মীকে ২৫ লক্ষ টাকা চুরির অপরাধে প্রেপ্তার করে উত্তরপ্রদেশের জগদীশপুর থানার পুলিশ। এরপর পুলিশি হেফাজতেই তাঁর মৃত্যু হয়। এইনিয়ে প্রিয়াঙ্কা গাঁধী টুইটারে প্রশ্ন তোলেন, ”অরুন বাল্মীকির মৃত্যু পুলিশি হেফাজতে হয়েছে। তাঁর পরিবার ন্যায় চায়। পুলিশ আমায় সেখানে যেতে দিচ্ছে না।
উত্তরপ্রদেশ সরকারের কিসের এতো ভয় ? কেন আটকানো হলো আমায় ?” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আজ বাল্মীকি জয়ন্তী, প্রধানমন্ত্রী মুখে বুদ্ধর কথা বলেন কিন্তু বাস্তবে উল্টো কাজ করেন।’উল্লেখ্য, আগামী বছরেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে কংগ্রেসের হয়ে মুখ্য ভূমিকা পালন করতে চাইছে প্রিয়াঙ্কা গাঁধী।
বাংলার নির্বাচনে তৃণমূলের মতই এবার উত্তরপ্রদেশে মহিলা ভোটারকে কাছে টানতে চাইছে হাত বাহিনী। কংগ্রেস সূত্রে খবর এবার বহু মহিলা কংগ্রেসের প্রতিনিধি হয়েও সামনে আসতে পারে। তার আগেই বারবার কংগ্রেস নেত্রীকে বাধা দেওয়া কি ভারী পড়বে বিজেপির ওপর? না এইভাবেই কংগ্রেসকে রুখে দেবে যোগী সরকার। আগামী নির্বাচনে তাই হবে মুখ্য বিষয়।